জীবননগরে বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ হোসেনের ইন্তেকাল

জীবননগর অফিস

জীবননগর পৌর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও শিয়ালমারি পশুহাটের সাবেক ইজারাদার ফরহাদ হোসেন হৃদক্রীয়া বন্ধ জনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকায় যাওয়ার পথে এম্বুলেন্সের মধ্যে মারা যায়। ফরহাদ হোসেন জীবননগর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাজী পাড়ার বাসিন্দা ও মুক্তিযোদ্ধা মার্কেটের একজন ব্যবসায়ী ছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দুপুরে খাবার খাওয়ার সময় ফরহাদ হোসেন হঠাৎ অসু¯’ হয়ে পড়ে যায়। অচেতন অব¯’ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অব¯’ার উন্নতি না হলে মঙ্গলবার রাত ১০ টায় এম্বুলেন্স যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। ঢাকায় যাওয়ার পথে তিনি মারা যায়। ফরহাদ হোসেনের মৃত্যুর সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে সবাই শেষ বারের মতো একটি নজর দেখার জন্য তার বাড়িতে ভিড় জমায়। গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ২ টার সময় জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযা নামাজ শেষে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *