স্টাফ রিপোর্টার
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ২ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত দুই দিনে বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করে। এছাড়াও আরো ৩টি অভিযান চালিয়ে মদ, ফেন্সিডিল ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল ভোর রাত ৪ টার দিকে জীবননগর নিমতলা বিওপি’র সীমান্ত পিলার-৭৪/২-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিমতলা গ্রামের মাঠের শ্রী নিমাই হালদারের কলা বাগানের মধ্যে হাবিলদার মোঃ মনির হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই দিন সকাল ৬ টার দিকে রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭১/৯-এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের মোঃ ছেন্টু মিয়ার পান বাগানের পার্শ্বে হতে হাবিলদার মোঃ রাহুল বড়ুয়ার নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে জীবননগর মেদিনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৩/৩-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর গ্রামের বিলাল হোসেনের আম বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৭৫ পিচ ভারতীয় যৌন উত্তোজক ট্যাবলেট (ভায়েগ্রা) উদ্ধার করা হয়।
এদিকে বুধবার সন্ধ্যা ৭টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৪-আর হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোসালপুর গ্রামের মোঃ আজিজুল মোল্যার বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ১ জন (শিশু) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪১-আর হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের বটতলা মোড় হতে হাবিলদার ফেরদৌস আলী মন্ডল এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ১ জনকে আটক করা হয়। আটক মোঃ সোহান যশোর জেলার লক্ষণপুর গ্রামেরন হাশেম আলীর ছেলে।