দর্শনা অফিস
দর্শনার ঈশ্বরচন্দ্রপুরে বিজিবি অভিযান চালিয়ে প্রায় আড়াই কেজি ওজনের ২১ টি সোনা উদ্ধার করেছে। এ সময় আবদিন নামে এক চোরাকারবারি আটক করা হয়। আটক সোনার বাজার মূল্য ৩ কোটি ৬০ লাখ ৪০ হাজার ৮৯০ টাকা। গতকাল বৃহস্পতিবার বিকালে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে বিজিবির একটি দল ইশ্বরচন্দ্রপুর রাস্তার পার্শ্বে এ্যাম্বুশ করে।
দুপুর ১২টার দিকে আভিযানিক দল একটি মোটরসাইকেলে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে তাদের থামার সংকেত দেন। এসময় মোটরসাইকেল আরোহীদের একজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। তবে আরেকজন পাশের একটি ছোট পুকুরে লাফ দেন। পরে টহলদল পানিতে নেমে তাকে আটক করে। এ সময় আটক মো. আবদিনের হেফাজতে থাকা একটি প্যাকেট পুকুরে ছুড়ে ফেলে দেয়। পরে বিজিবি আটক চোরাকারবারির দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা স্কচটেপ দ্বারা মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করে। এছাড়া পুকুরের পানিতে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর ফেলে দেওয়া প্যাকেট উদ্ধার করা হয় । উদ্ধারক…ত দুটি প্যাকেট থেকে মোট ২১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়াও জব্দ করা হয় দুটি মোবাইল ফোন ও নগদ ২০২ টাকা। স্বর্ণের বারগুলোর ওজন ২ কেজি ৪৪৯ গ্রাম। আটক স্বর্ণ এবং মোবাইলের সিজার মূল্য ৩ কোটি ৬০ লাখ ৪০ হাজার ৮৯০ টাকা। এ ঘটনায় নায়েক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।