স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে কুশল বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেল ৪টায় ইউনিয়নের বালিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভার আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোবর জোয়ার্দার হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘দেশে এখন একদলীয় দুঃশাসনের চরম পর্যায় চলেছে। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। দীর্ঘ ১৬ বছর বিএনপি রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে। পতন ঘটেছে স্বৈরাচারী সরকারের।’
তিনি বলেন, ‘এখন বিএনপি চায় একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক। আমাদের আন্দোলন জনগণের অধিকার আদায়ের জন্য। সেই আন্দোলনে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের শক্তিশালী ভূমিকা রাখতে হবে। এখন সময় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। রাজপথে আমরা ছিলাম, আছি এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করে, গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে। এখন থেকে আমাদের আগামী দিনের আন্দোলন আরও বেগবান হবে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান লিপটন এবং সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. এম এম শাহজাহান মুকুল।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. আ. স. ম. আব্দুর রউফ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মহাবুল হক মহাবুব, সহ-সভাপতি ইকরামুল হক ইকরা ও বাবলুর রহমান জোয়ার্দার বাবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রায়হান কাজল।
সভায় আরও উপ¯ি’ত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দীন আহমদ, যুগ্ম সম্পাদক আজিবর মেম্বার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মেম্বার, হাবিবুর রহমান জোয়ার্দার মানিক, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাজিবর রহমান, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ হাসান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুব হকসহ ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভা শেষে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে তৃণমূলের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন নেতারা।