দামুড়হুদা কালিয়া বকরিগ্রামে জামায়াতের অর্থায়নে হাফ মাইল রাস্তা সংস্কারকালে – রুহুল আমিন

স্টাফ রিপোর্টার

দামুড়হুদার নতিপোতা ইউনিয়নের কালিয়া বকরি গ্রামে হাফ মাইল রাস্তা সংস্কার কালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা আমীর রুহুল আমিন বলেছেন, আমরা সব সময় বঞ্চিত মানুষের পাশে আছি। গতকাল সোমবার নতিপোতা ইউনিয়ন জামায়াত আয়োজিত কালিয়া বকরি গ্রামে হাফ মাইল রাস্তা সংস্কার কাজের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন । উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমি আজিজুর রহমান, উপজেলা আমির নায়েব আলী, উপজেলা নায়েবে আমির আব্দুল গফুর, উপজেলা সেক্রেটারি আবেদ- উদ- দৌলা টিটন।

এছাড়াও উপস্থিত ছিলেন যুব বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথি রুহুল আমিন আরো বলেন আমরা ক্ষমতায় না থাকলেও সব সময় মানুষের জন্য কাজ করতে চাই। ক্ষমতায় গেলে ন্যায় প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। মানুষের অধিকার মানুষের কাছে পৌঁছে দেব। এরপর তিনি নতিপোতা ইউনিয়নের বিভিন্ন জায়গায় জনসংযোগ করে মানুষের সাথে কূশল বিনিময় করেন।

উদ্বোধনের শুরুতে প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন আজ ঢাকা শহর বিমান বিধ্বস্ত হয়ে অনেক মানুষ মারা গেছে আল্লাহ তাদের শহীদ হিসাবে কবুল করুক এবং যারা আহত হয়েছে তাদের প্রতি আমাদের দোয়া আল্লাহ যেন তার কুদরতি মদদ দ্বারা হেফাজত করে। গ্রামবাসীর উদ্দেশ্যে বলেন, আমি খুব হতবাক হয়েছি আপনাদের রাস্তা দেখে এতো কষ্ট করেন আপনারা! আসলে কি বলব বিগত স্বৈরাচারীর দোসররা রাস্তা করতে গিয়ে পাথরের বদলে ইটের খোয়া দিয়েছে বালির বদলে মাটি দিয়েছে পিচের বদলে চিটাগুড় অথবা পুড়া মোবিল ব্যবহার করেছে কোন বিল্ডিং করতে গিয়ে রডের বদলে বাস দিয়েছে এই হলো তাদের উন্নতি। স্বৈরাচার পালিয়েছে এখন আপনারা দেখে শুনে বুঝে তাদেরকেই ভোট দিবেন। আমরা জামায়াতে ইসলামী করি আমরা যদি ক্ষমতায় যায় আপনার সন্তানের চাকরির নিশ্চয়তা দিচ্ছি ঘুষ লাগবে না। সামাজিক কাজে কোন দুর্নীতি থাকবে না ইনশাআল্লাহ। তাই আপনারা আমাদের ভোট দিবেন শুনেছেন। সবার মুখে এখন একই কথা সব দল দেখা শেষ জামায়াতে ইসলামীর বাংলাদেশ। ইউনিয়ন আমীর মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন রাশেদুজ্জামান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *