এস এম ফয়েজকে গ্রেফতারের দাবীতে গাংনীর চিৎলা ফার্মে মানবন্ধন

মেহেরপুর অফিস

কথিত সাংবাদিক এসএম ফয়েজকে গ্রেফতার ও শাস্তির দাবীতে মানবন্ধন করেছেন মেহেরপুরের গাংনীর চিৎলা পাটবীজ খামারের শ্রমিক কল্যাণ সমিতি। শ্রমিকদের কাছে অব্যাহত চাঁদাদাবী, চাঁদা আদায়সহ শ্রমিক ও খামারের কর্মকর্তা কর্মচারীদের হুমকী প্রদান করায় গতকাল সোমবার দুপুরে ফার্ম অফিসের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মেহেরপুর চিৎলা পাটবীজ খামারের শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে মানব বন্ধনে স্বাগত বক্তব্য রাখেন শ্রমিক নেতা মহিউদ্দীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চিৎলা পাটবীজ খামারের শ্রমিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি ওমর আলী, সদস্য নাজিম উদ্দীন, শফিকুল ইসলাম কাদা ও লিটিল হোসেন।

বক্তারা বলেন, এসএম ফয়েজ নিজেকে সাংবাদিক পরিচয়ে খামারের শ্রমিক নাজিম উদ্দীন, শফিকুল ইসলাম কাদাসহ বেশ কয়েকজন শ্রমিককে চাকরীচ্যুতসহ নানাভাবে ভীতি প্রদর্শন করে তাদের কাছ থেকে কয়েক লাখ টাকা চাঁদা দাবী করে। অত্যাচারে অতিষ্টি হয়ে শফিকুল ইসলাম নামের একজন মেহেরপুর আদালতে এসএম ফয়েজের বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা দেয়। যার নম্বর সিআর ৪৫৪/২০২৫, তারিখ ২১ জুন ২০২৫ইং। কিছু টাকা পরিশোধ করে কয়েকজন শ্রমিক। বাকি টাকা না দেওয়া এবং মামলা হওয়ায় আরো বেপরোয়া হয়ে একটি পত্রিকায় বেশ কয়েকজন শ্রমিকের নামে মিথ্যা সংবাদ পরিবেশন করেন এবং মহাম্মদ আলী, বকুল কাদা জব্বারসহ অন্তত ১০ শ্রমিককে চাকরীচ্যুত করার হুমকী দেয়। বাধ্য হয়ে শ্রমিক কর্মচারীরা মানব বন্ধন করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *