চুয়াডাঙ্গা ৬ বিজিবির সাফল্য সাড়ে ৬ মাসে ১৯ কোটি টাকার মাদক ও সোনা-রুপা উদ্ধার

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা ৬ বিজিবি গত সাড়ে ৬ মাসে অভিযান চালিয়ে ১৯ কোটি ১০ লাখ ৭৩ হাজার ৩০৭ টাকার বিভিন্ন ধরনের মাদক ও সোনা-রুপা উদ্ধার করেছে। একইসাথে অবৈধভাবে পারাপারের সময় ১৪ বাংলাদেশী ও ১ জন ভারতীয় নাগিরককে  আটক করা হয়। এছাড়া অবৈধভাবে ভারতে বসবাসকারী ৬৭ জন বাংলাদেশী নাগরিককে বিএসএফ বাংলাদেশে পুশ-ইন করা হয়। তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সোপর্দ করা হয়। অপরদিকে উদ্ধার করা হয় ১ টি ওয়ান সুটার গান ও ২ রাউন্ড গুলি। চলতি বছরের ১ জানুয়ারী থেকে ২১ জুলাই পর্যন্ত ৬-বিজিবির আওতাধীন চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সর্বমোট ১১৩ কিঃ মিঃ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে উপরোক্ত সামগ্রী ও মালামাল উদ্ধার করা হয়।

৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মাসুদ গতকাল সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিজিবি চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় মাদক পাচার, মানবপাচার, সোনা পাচাররোধে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৬ মাস ২১ দিনে বিজিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মালামাল আটক করেছে।

আটককৃত মালামালের মধ্যে ২ হাজার ৪৭৮ বোতল মদ, ৩ হাজার ৭৬৪ বোতল ফেন্সিডিল, ১৩৭ কেজি ৪ গ্রাম গাঁজা, ১১৬ পিস ইয়াবা, ১ কেজি কোকেন, ১ কেজি ৮৫৫ গ্রাম হেরোইন, ১৮ হাজার ৭৮৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮৭৮ পিস ভায়াগ্রা, ২৭৯ পিস বিভিন্ন প্রকার নেশাজাতীয় ইনজেকশন, কসমেটিকস, পোশাক আইটেম, পেঁয়াজের বীজ, পাটের বীজ, কীটনাশকসহ বিভিন্ন প্রকারের ভারতীয় মালামাল আটক করা হয়। যার সিজার মূল্য ৩ কোটি ৯৩ লাখ ২২ হাজার ৯৯৪ টাকা। একই সময়ে ১১ কেজি ৩৬৩ গ্রাম স্বর্ণ আটক করা হয়। যার সিজার মূল্য ১২ কোটি ৯৫ লাখ ৫৩ হাজার ৯২৬ টাকা। এছাড়াও ৩৬ কেজি ১৩৩ গ্রাম রুপা আটক করা হয়। যার সিজার মূল্য ৮০ লাখ ৬০ হাজার ৩৮৭ টাকা। উদ্ধার করা ১টি ওয়ান সুটার গান ও ২ রাউন্ড গুলি।

অপরদিকে বিজিবি ৬ টি টাস্ক ফোর্স অপারেশন অংশগ্রহণ করে। সেখানে অবৈধ কারেন্ট জাল, চায়না দোয়ারী জাল, ভারতীয় পেঁয়াজের বীজ, অবৈধ করাতকল থেকে বিপুল পরিমাণ কাঠ ও সরঞ্জামাদিসহ সর্বমোট ১ কোটি ৪১ লাখ ৩৬ হাজার  টাকার মালামাল জব্দ করা হয়।

অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে ৪ জন ও ভারত থেকে বাংলাদেশে আগমনকালে ১০ জন বাংলাদেশীকে আটক করা হয়। এছাড়াও ১ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়। ঈদুল আযহা উপলক্ষে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাসমূহে গরু চোরাচালান রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। এ সময়ে সীমান্ত দিয়ে কোনো গরু চোরাচালানের ঘটনা ঘটেনি।

এদিকে অবৈধভাবে ভারতে বসবাসকারী ৬৭ জন বাংলাদেশী নাগরিককে বিভিন্ন সময়ে বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশ-ইন করা হয়। তবে বিজিবির তৎপরতায় পুশ-ইনকৃত ব্যক্তিরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। তারা সীমান্তবর্তী এলাকা থেকেই বিজিবি সদস্যদের হাতে আটক হন। আটককৃত ৬৭ জন বাংলাদেশি নাগরিককে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।

অতিরিক্ত উপ-পরিচালক মেজর মাসুদ আরো জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সকল ধরনের চোরাচালান প্রতিরোধ এবং মানব পাচার বন্ধে বিজিবির প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *