সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে চুয়াডাঙ্গা-মেহেরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১ টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে চুয়াডাঙ্গা জেলা যুবদলের নেতাকর্মীরা। চুয়াডাঙ্গার বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে সাহিত্য পরিষদের সামনে একত্রিত হন জেলা যুবদলের নেতাকর্মীরা। নানান স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাহিত্য পরিষদ প্রাঙ্গণ।  চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল সাহিত্য পরিষদের সামনে থেকে কোর্ট মোড় হয়ে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বর হয়ে কবরী রোড হয়ে আবার সাহিত্য পরিষদে এসেই শেষ হয়।

বিক্ষোভ মিছিলে যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখর করে তোলেন পুরো শহর। মিছিল শুরুর আগে সাহিত্য পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা অভিযোগ করে বলেন, “বর্তমানে অন্তবর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। স্বৈরাচার আওয়ামী লীগ ফের মাথাচাড়া দিয়ে উঠছে। তারা আবার যদি নিপীড়ন চালাতে আসে, তবে যুবদল কঠিন জবাব দেবে। দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ। এখনো তারা ষড়যন্ত্র করছে, তবে এসব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করে কেউ রেহাই পাবে না।

উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু,  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জাহিদ মোহাম্মদ রাজিব খান, দপ্তর সম্পাদক বাংলাদেশের মামুনুর রশিদ টনিক, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক  মতিউর রহমান মিশর, সদস্য সচিব ইমরান হালদার রিন্টু,  আলমডাঙ্গা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নীর উজ্জ্বল, সদস্য সচিব রফিকুল ইসলাম দামোদা, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুর রহমান বাচ্চু, সদস্য সচিব মাহফুজুর রহমান মিলটন, পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হাজী, সদস্য সচিব আজিজুল হক, আলমডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন মোল্লা, সদস্য সচিব সাইফুদ্দিন কনক, দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, সদস্য সচিব মিলন মোল্লাসহ স্থানীয় নেতাকর্মী।

এদিকে অন্তবর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি শরিফুজ্জামান সিজার, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক হাজী রবিউল, বকুল হোসেন, প্রচার সম্পাদক উজ্জ্বল হোসেনসহ অনেকে।

মেহেরপুর অফিস জানায়, অন্তর্বতীকালীন সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর যুবদল। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর সড়ক বিভাগের সামনে থেকে জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, জেলা যুবদলের সহ-সভাপতি বাবু সাবের, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রোকন, পৌর যুবদলের সদস্য সচিব নওশেল আহমেদ রনি সহ জেলা যুবদলের নেতৃবৃন্দরা। এর আগে মেহেরপুর সড়ক বিভাগের সামনে অন্তর্বতীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনীতির কারণে সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশের ষড়যন্ত্র চলছে, যাদের এখনো দুধের দাঁত ভাঙ্গেনি তারা বিএনপিকে নিয়ে বিষাদগার করে, খুলনায় যুবদল নেতাকে রগ কেটে হত্যা করেছে কারা করেছে দেশের মানুষ তা জানে। এ ধরনের রাজনীতি কারা করে বুঝতে কারো বাকি নেই। আমরা রাজপথে লড়াই সংগ্রামে ছিলাম এবং এখনো আছি। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে পিছানোর জন্য আজকে গুটি কয়েক দল উঠে পড়ে লেগেছে। এই ষড়যন্ত্র শক্ত হাতে দমন করব। এই সরকারের উদ্দেশ্যে বলেন, দেশে আইন-শৃঙ্খলা অবনতির দায় এই সরকারকে নিতে হবে। আমরা বিগত দিনে লড়াই সংগ্রামে ঐক্যবদ্ধ ছিলাম এখনো থাকবো। অপরদিকে জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কাউছার আলীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল জেলা বিএনপির বড় বাজার কার্যালয়ের সামনে থেকে বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এডভোকেট কামরুল হাসান, সদস্য আলমগীর খান ছাতুসহ জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *