মোমিনপুর প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে মানবিক ব্লাড ডিপার্টমেন্ট চুয়াডাঙ্গার উদ্যোগে ২য় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই ক্যাম্পেইন আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পেইনের উদ্ভোধন করেন নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ সোহেল।
এছাড়া উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ,কে খন্দকার নুর হাসান সহ সকল শিক্ষকবৃন্দ ও মানবিক ব্লাড ডিপার্টমেন্ট চুয়াডাঙ্গার সভাপতি হাবিবুর রহমান মাহিম, উপদেষ্টা হাসুয়ার আহমেদ, জেলা সমন্বয়ক হাসান আলী, সহ-সভাপতি শুভ আহমেদ, জুবায়ের, জুনায়েদ, মুন্না, সাবিদ, তামিম, অর্পিতা, প্রীতিলতা।
এই ক্যাম্পেইনে বিদ্যালয়ের ৬ষ্ঠ- ১০ম শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ক্যাম্পেইন সম্পর্কে প্রধান শিক্ষক আহমেদ সোহেল জানান, আমাদের বিদ্যালয়ে এর আগে এই ভাবে কোনো সংগঠন ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করেনি, এজন্য মানবিক ব্লাড ডিপার্টমেন্ট চুয়াডাঙ্গা কে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানায়। মানবিক ব্লাড ডিপার্টমেন্ট চুয়াডাঙ্গার জেলা সমন্বয়ক হাসান আলী বলেন, আমরা আমাদের এই সংগঠনের মাধ্যমে সকল স্তরের মানুষের ব্লাড গ্রুপ জানাতে চাই এবং মানুষকে রক্ত দানে উৎসাহিত করতে চাই।