বদরগঞ্জের বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পদ্মবিলা প্রতিনিধি

শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের  পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্য চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ  আলিয়ারপর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার সময় আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ২০২৫ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতিও  আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নজরুল ইসলাম নজু।

বিশেষ অতিথি ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান।  আরো উপস্থিত ছিলেন সদস্য মোশারফ হোসেন, অভিভাবক সদস্য শফিকুল ইসলাম শফি, নজরুল সরকার, তারিকুজ্জামান লালটু, অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হাসিম খান, আব্দুল মজিদ, আরিফুল ইসলাম, আমিরুল ইসলাম আমির মেম্বার, ইসমাইল হোসেন, ইমন সাহা লিটন, হৃদয় আহমেদ, রেজাউল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *