আলমডাঙ্গায় সরকারি হাসপাতালের দাবিতে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে এবি পার্টির আলোচনা

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা পৌর এলাকায় একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল স্থাপনের দাবিতে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও লিখিত আবেদনপত্র জমা দিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজধানীর স্বাস্থ্য উপদেষ্টার কার্যালয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা পৌরবাসীর পক্ষ থেকে এবি পার্টির নেতারা লিখিতভাবে দাবির পক্ষে আবেদন জমা দেন এবং সরকারি ব্যবস্থাপনায় দ্রুত হাসপাতাল স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আলোচনাকালে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা জানান, বর্তমানে নতুন করে জেনারেল হাসপাতাল স্থাপন সম্ভব না হলেও আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে আধুনিকায়নের মাধ্যমে একটি “জরুরি চিকিৎসা কেন্দ্র” চালুর উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে ধাপে ধাপে পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল স্থাপনের বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনায় নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “আলমডাঙ্গা পৌরবাসীর প্রাণের দাবিকে সামনে রেখে আমি মাননীয় উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করি। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন এবং সাক্ষাতের সময় নির্ধারণ করেন। আমাদের লিখিত আবেদন গৃহীত হয়েছে, আশা করছি এই দাবির বাস্তবায়ন দ্রুতই শুরু হবে।”

আলমডাঙ্গা উপজেলার এবি পার্টি নেতা মুসাব ইবনে শাফায়েত বলেন, “এটি কেবল এবি পার্টির অর্জন নয়, বরং আলমডাঙ্গা পৌরবাসীর ন্যায্য অধিকার আদায়ের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” তিনি জানান, দীর্ঘদিন ধরে এই দাবিতে নাগরিক পর্যায়ে সচেতনতা এবং প্রচারণা চালানো হয়েছে।

আলোচনা ও দরখাস্ত প্রদানের সময় উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) ও আলমডাঙ্গার সন্তান আব্দুল্লাহ আল মামুন রানা, মুসাব ইবনে শাফায়েত, আরিফুল ইসলাম তুহিন, সাদী হাসান, রাকিব মাহমুদ ও রাকিবুল হাসান ইমন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *