আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের রায়সা বোয়ালিয়া বিলে অবৈধভাবে ব্যবহৃত প্রায় ৫০টি চায়না দোয়ারী জাল জব্দ করে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসনের নেতৃত্বাধীন একটি যৌথ টাস্কফোর্স। গতকাল বৃহস্পতিবার সকালে এই অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিলে নতুন পানি আসায় কিছু অসাধু ব্যক্তি চায়না দোয়ারী জাল ব্যবহার করে ছোট-বড় সব ধরনের মাছ নির্বিচারে শিকার করছিল। এ বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিউল ইসলাম (অতিরিক্ত দায়িত্ব), ৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী, জামজামি ক্যাম্পের ইনচার্জ এসআই সঞ্জিত কুমার, খাসকররা ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ জসিম উদ্দিন এবং তিওরবিলা ক্যাম্পের এএসআই রেজাউল ইসলামের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়।
অভিযানে রায়সা বোয়ালিয়া ও আশপাশের বিল এলাকা থেকে অবৈধ প্রায় ৫০টি চায়না দোয়ারী জাল জব্দ করা হয়। পরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এসব জাল রায়সা বাজারের পাশে একটি ফাঁকা স্থানে প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।
এ বিষয়ে আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, “চায়না দোয়ারী জাল একটি নিষিদ্ধ জাল। এই জালের মাধ্যমে মাছের পোনা পর্যন্ত ধ্বংস হয়ে যায়, যা আমাদের জলজ সম্পদের জন্য মারাত্মক হুমকি। সরকার এমন জাল ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা চাই, সবাই সচেতন হোক এবং অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকুক। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, চায়না দোয়ারী জাল মৎস্য সম্পদ ধ্বংসের জন্য অন্যতম হুমকি। প্রশাসনের এই উদ্যোগ মৎস্য সম্পদ সংরক্ষণ এবং স্থানীয় জনগণকে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন স্থানীয় মৎস্যজীবী ও সচেতন মহল।