স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় নিয়োগবিধি সংশোধন, ১৪তম গ্রেড প্রদান ও ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নিতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, ধারাবাহিক উচ্চতর গ্রেড প্রদান সহ ৬দফা দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই ৬ দফা দাবীতে অবস্থান কর্মসূচী পালন করে তারা। অবস্থান কর্মসূচীতে জেলা ও উপজেলার স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ এসিসটেন্ট এ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা শাখার সভাপতি সোহাগ হোসেন। তিনি বলেন আমরা স্বাস্থ্য সহকারী হিসেবে মাঠ পর্যায়ে মানুষের সেবায় নিয়োজিত আছি, বাচ্চাদের টিকা প্রদান থেকে শুরু করে মাঠ পর্যায়ের সকল স্বাস্থ্য সেবায় নিজেদেরকে বিলিয়ে দিচ্ছি কিন্তু আমাদের সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। ছয় দফা কর্মসূচি পালনের মধ্য দিয়ে যোক্তিক দাবিগুলো মাননীয় উপদেষ্টা বরাবর তুলে ধরার আহ্বান জানান তিনি।
এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মামুন মাহমুদ। তিনি বলেন সকল স্বাস্থ্য সহকারীরা যে ৬ দফা কর্মসূচি পালন করছেন এই দাবি পূরণের মাধ্যমে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা আরো শক্তিশালী হবে। এ সময় আরো বক্তব্য রাখেন হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম। তিনি বলেন করোনা কালীন সময়ে আমরা নিরলসভাবে জনগণকে সেবা করে গেছি। গ্রাম থেকে শহরের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবায় নিজেদেরকে নিয়োজিত রেখেছি। যে ৬ দফা কর্মসূচি পালিত হচ্ছে এটি আমাদের সময়ের দাবি।প্রস্তাবিত দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল কর্মসূচি চলমান থাকবে। অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন আলমডাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান, জীবননগর উপজেলা সভাপতি মশিউর রহমান,সাধারণ সম্পাদক সাইফুজ্জামান, দামুড়হুদা উপজেলা সভাপতি ওয়ালিদুর রহমান, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান প্রমুখ।