স্টাফ রিপোর্টার
অবৈধভাবে সীমান্ত পারাপারকারী ৭ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার ও গত সোমবার বিজিবি পৃথক তিনটি অভিযান চালিয়ে ১১ বাংলাদেশীকে আটক করে। ১ বাংলাদেশীকে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে। এছাড়াও পৃথক আরো ৩টি অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার করা হয়। তবে কোন আসামীকে আটক করা যায়নি।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৪/৫-এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের মোঃ মনির এর আম বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ রমজান আলী এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩১৫পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে জীবননগর রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭১/৮-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের মোঃ তরিকুল ইসলাম এর আম বাগানের মধ্যে হতে নায়েব সুবেদার মোঃ ভুইয়া ইকবাল হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। সোমবার রাত ১০ টার দিকে জীবননগর মেদিনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬২/৯-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহর নগর গ্রামের মোঃ আব্বাস আলীর আম বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ জামাল খাঁন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

অপরদিকে সোমবার রাত ১০ টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৫-আর হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাইলবাড়িয়া গ্রামের মোঃ আজিজুল মোল্লার বাগানের মধ্যে হতে নায়েক মোঃ মহাসিন শেখ এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৪ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এদের মধ্যে ২ জন নারী ও ২ জন শিশু। একই দিন বিকাল সাড়ে ৪ টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৩-আর হতে ৩০০ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের বটতলা মোড় হতে হাবিলদার আমিনুল ইসলাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় ২ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী। রাত সাড়ে ১০টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৬-আর হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের মোঃ রফিকুল ইসলাম এর বাগানের সামনে নায়েক মোঃ জয়নাল আবেদীন এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৫ জনকে আটক করা হয়। এদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু।
এদিকে গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে পলিয়ানপুর বিওপিতে পতাকা বৈঠকের মাধ্যমে ১ নারী বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করে।