মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার কৃতি সন্তান অ্যাড. সাকিল আহমাদ স্পেশাল পাবলিক প্রসিকিউটর (সহকারি অ্যাটর্নি জেনারেল) হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন। সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ সলিসিটর অনুবিভাগ জিপি ও পিপি শাখা থেকে গত ৭ জুলাই সোমবার সানা মো: মাহরুফ হুসাইন স্বাক্ষরিত বিজ্ঞাপ্তিতে এই তথ্য নিশ্চিত জানানো হয়।
অ্যাড. সাকিল আহমাদ গাংনী উপজেলার বড়বামন্দী গ্রামের রুহুল আমীনের ছেলে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মূখ্য সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত। সম্প্রতি গাংনী পাইলট স্কুল এন্ড কলেজেরও ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে সাকিল আহমাদ স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন গাংনীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।