মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীতে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ কার্যক্রমের আওতায় চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ সভা কক্ষে পাট চাষীদের দিনব্যাপী এ প্রশিক্ষনের আয়োজন করে পাট অধিদপ্তর।
মেহেরপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আ.ক.ম হারুন অর-রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মো: আনোয়ার হোসেন। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা এরশাদ আলী। পাট ও পাটবীজ সংরক্ষণ, পাটের মানোন্নয়ন এবং সরকার ঘোষিত বিভিন্ন সহায়তা কার্যক্রম সম্পর্কে অংশগ্রণকারীদের অবহিত করেন।