স্টাফ রির্পোটার
অবৈধভাবে সীমান্ত পারাপারকারী ৪ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গতকাল বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে ৪ নারী বাংলাদেশীকে আটক করে। এছাড়াও পৃথক আরো ৩টি অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ও ইয়াবা উদ্ধার করে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৬-আর হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের মোঃ রফিকুল ইসলাম এর বাগানের সামনে নায়েব সুবেদার মোঃ আবুল হাসান খান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৩ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। একই দিন সকাল ৮টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪৭-আর হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লাপাড়া গ্রামের মাঠের মধ্যে হতে হাবিলদার মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় ১ জনকে আটক করা হয়। আটক বিল্লাল মোড়ল (২৯), নড়াইল জেলার কালিয়া থানার শুক্ত গ্রামের খোকন মোড়লের ছেলে।
এদিকে রবিবার রাত ১০টার দিকে জীববনগর বেনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৪-এস হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোঃ আছর আলীর মেহগনি বাগানের মধ্যে হতে সুবেদার মোঃ শরাফত আলী এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২২৮পিচ ভারতীয় যৌন উত্তোজক ট্যাবলেট (ভায়েগ্রা) উদ্ধার করা হয়। একই দিন রাত সাড়ে ৯ টার দিকে জীবননগর বিওপি’র সীমান্ত পিলার-৬৮/এমপি হতে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দাঙ্গাপাড়া গ্রামের ছাগলের ফার্ম এর পার্শ্ব হতে হাবিলদার মোঃ আজিজুল হক এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১০০পিচ ভারতীয় যৌন উত্তোজক ট্যাবলেট (ভায়েগ্রা) উদ্ধার করা হয়। গতকাল সোমবার ভোর রাত ৪ টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত পিলার-৫৩/১-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মকরধ্বজপুর গ্রামের কারবালার দক্ষিণ পাশ হতে নায়েক মোঃ জাহাঙ্গীর কবির এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৮৬২পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।