জীবননগরের পেয়ারাতলায় সড়কে বেহাল দশা, চরম ভোগান্তিতে হাজারো পথচারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা

জীবননগর অফিস

জীবননগর-দর্শনা আঞ্চলিক মহাসড়কের পেয়ারাতলা ফল বাজারের সামনে বেহাল দশা। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতে রাস্তার ওপর জমে হাটু পানি। জমে থাকা পানির কারনে রাস্তাটি ভেঙ্গেচুরে গেছে ও রাস্তার ওপর গর্তের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ পথচারী, ফল ব্যবসায়ী ও শিক্ষার্থীরা।

সরজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তার ইট খোয়া উঠে কিছু কিছু জায়গায় পাকা রাস্তা কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। দুপাশে ক্ষয় হতে হতে রাস্তাটি সরু হয়ে গেছে। যার কারনে একসাথে একটির বেশি যানবাহন চলাচল করতে পারছে না। ফলে বাড়ছে যানযট। অনেকটা ঝুঁকি নিয়েই পথচারীরা এই রাস্তা দিয়ে তাদের গন্তব্যে যাতায়াত করছে।

ব্যাস্ততম এই সড়কের পাশে রয়েছে সরকারি টেকনিক্যাল স্কুল, মাধ্যমিক বিদ্যালয়সহ অসংখ্য মিল কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও ফলের বাজার। জেলা শহরের সাথে সংযুক্ত এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত হাজারো পথচারী, ফল ব্যবসায়ী ও শিক্ষার্থীরা যাতায়াত করে। চলাচল করে অনেক ভারি যানবাহন।  পেয়ারাতলা ফল বাজার মালিক সমিতির সভাপতি চাষি রমজান বলেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারনে রাস্তার ওপর বৃষ্টির পানি জমে এই সমস্যার সৃষ্টি হয়েছে।এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন হাজার হাজার পথচারীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। চাষিরা তাদের বাগান থেকে ফল নিয়ে এই রাস্তা দিয়ে পেয়ারাতলা ফল বাজারে আসে। পানি নিষ্কাশনের ব্যবস্থাসহ রাস্তা মেরামতের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

পথচারী মেহের আলী বলেন, এই সড়কটি অনেক গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজার হাজার যানবাহন এখান দিয়ে চলাচল করে।ব্যবসায়ীরা তাদের মালামাল আনা নেওয়া করে।বৃষ্টির পানির কারনে রাস্তাটি আজ ভেঙ্গেচুরে যাচ্ছে। কিন্তু এদিকে কারোর দৃষ্টি নেই। মানুষজন জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করছে। এখনই যদি মেরামত না করা হয় তাহলে রাস্তাটির অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তখন ঘটতে পারে বড় দূর্ঘটনা।

সজিব হোসেন নামের এক এইচএসসি পরিক্ষার্থী বলেন, আমি উথলী থেকে জীবননগর ডিগ্রি কলেজে পরীক্ষা দিতে যায়।পথিমধ্যে এই যায়গাটার অবস্থা খুবই খারাপ। আমাদের অনেকটা ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। রাস্তার কাদাপানি ছিটকে পড়ে আমাদের ড্রেস নষ্ট হয়ে যায়।

গাড়ী চালক মোতালেব হোসেন বলেন, অনেক রিস্ক নিয়ে এই রাস্তায় যাতায়াত করতে হয়। রাস্তার ওপর পানি ভর্তি অনেক গর্ত। গর্তের মধ্যে চাকা গিয়ে গাড়ির যন্ত্রপাতির অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে।  তাই এলাকাবাসী অতিদ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থাসহ রাস্তা মেরামতের জোর দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *