জীবননগর অফিস
জীবননগর উপজেলায় কম্বাইন হারভেস্টারের মাধ্যমে সমলয় ব্লক প্রদর্শনীর বোরো ধান কর্তনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় জীবননগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার মনোহরপুর গ্রামে জাহাঙ্গীর আলমের ধান ক্ষেতে উফসী জাতের (ব্রিধান-৯২) ধান কর্তনের মধ্য দিয়ে কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কর্তনের উদ্বোধন করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমীন হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ধান কর্তনের শুভ উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, কৃষিতে যান্ত্রিকীকরণ ছড়িয়ে পড়লে কম খরচে ফসল উৎপাদন বাড়ানো সম্ভব হবে। এতে শ্রমিক ও সময় কম লাগবে। বিশেষ করে ধান কর্তন ও মাড়াইয়ের সময় যে শ্রমিকের অভাব দেখা যায় তার থেকে মুক্তি পাওয়া যাবে। কৃষি কাজে যান্ত্রিক ব্যাবহার বাড়ানোর ব্যাপারে কৃষকদের সচেতন করতে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলমগীর হোসেন। তিনি বলেন, চলতি মৌসুমে উপজেলায় ৬,১৫০ হেক্টর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও লক্ষ্যমাত্রা ছাড়াও ১১২ হেক্টর বেশি জমিতে বোরো ধান চাষ হয়েছে। ধানে রোগবালাই কম ও প্রাকৃতিক দুর্যোগ না হওয়ার কারনে এবার উপজেলার সব জায়গায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তিনি আরও বলেন, কৃষি কাজে যান্ত্রিক ব্যাবহার বাড়ানোর লক্ষ্যে কৃষকদের উদ্বুদ্ধ করতেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বকুল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোরশেদ বিল্লা, কৃষি উদ্যোক্তা রাজিবুল ইসলাম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় কৃষক জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, মিজানুর রহমান, শফিকুল ইসলাম, শাহাজামালসহ অনেকেই উপস্থিত ছিলেন।