জীবননগর অফিস:
জীবননগরে ফসলের সাথে শত্রুতা করে দুই বিঘা জমিতে প্রায় সাড়ে ৫০০ টি উচ্চ ফলনশীল জাতের পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের মাঠে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক দুই ভাই ফারুক হোসেন(৩২), ও শাহিন আহমেদ (৩০) বাঁকা পশ্চিম পাড়ার খয়বার মন্ডলের পুত্র। এদিকে ফল ও ফসলের এমন ক্ষয়ক্ষতির ঘটনায় ওই এলাকার কৃষকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, গত এক বছর আগে দুই বিঘা জমি প্রতি বছর ২৫ হাজার টাকার বিনিময়ে বাঁকা গ্রামের ইন্তাজ আলীর কাছ থেকে লিজ নেয় ফারুক ও শাহিন নামের দুই ভাই। পরিবারে কিছুটা স্বচ্ছলতা ফেরানের আশায় ওই জমিতে ৫২০ টি পেয়রা গাছ রোপন করেন। সেই সাথে গত এক বছর ধরে নিবিড় পরিচর্যার মাধ্যমে গাছগুলোকে বড় করে তোলেন। এবছর পেয়ারা গাছে ফুল ও ফল আসার শুরু করেছিল। কিন্তু শত্রুতামূলকভাবে কে বা কাহারা এক রাতের সব গাছ কেটে দেয়।
ক্ষতিগ্রস্ত কৃষক ফারুক হোসেন জানান, আমি এক বছর আগে প্রায় তিন লক্ষ টাকা খরচ করে এই পেয়ারা বাগান তৈরি করি। পেয়ারা গাছে এবছর ফুল ও ফল ধরতে শুরু করেছে।জানামতে আমার সাথে ব্যক্তিগত কারো শত্রুতা নেই। এমনকি আমার জানা মতে আমি কারো ক্ষতি করিনি তারপরও রাতে দুর্বৃত্তরা আমার পেয়ারা বাগানের সব গাছ কেটে দিলো!এতে আমার অনেক ক্ষতি হয়ে গেল। কয়েক লাখ টাকার ফল উৎপাদনের স্বপ্ন ছিল, সব শেষ হয়ে গেল।
অপর ভাই কৃষক শাহিন আহমেদ জানান, অতি কষ্ট করে প্রতিবিঘা ২৫ হাজার টাকার বিনিময়ে আমরা দুই ভাই এ জমি অন্যের কাছ থেকে লিজ নিয়ে পেয়ারা বাগান করেছি। গত এক বছর ধরে বাগানে অক্লান্ত পরিশ্রম করেছি। যার ফলশ্রুতিতে এ বছর পেয়ারা গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসে। কিন্তু রাতের আধারে শত্রুতামূলক ভাবে আমাদের কষ্টে গড়ে ওঠা সকল পেয়ারা গাছ কেটে দিল।
আমরা এ বিষয়ে জীবননগর থানায় লিখিত অভিযোগ করেছি। আমরা চাই এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা মামুন হোসেন বিশ্বাস জানান, অভিযোগ পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জীবননগরে রাতের আধারে পেয়ারা বাগানের সব গাছ কেটে দিল দুর্বৃত্তরা
