চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাইবার ক্রাইমের সহযোগিতায় ৩২ মোবাইল ফোন ও নগদ ১ লাখ ৭১ হাজার ফেরত পেলেন ভুক্তভোগীরা

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের নিরলস প্রচেষ্টা ও আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহারে উদ্ধার হওয়া হারানো মোবাইল ফোন এবং শিকার নাগরিকদের অর্থ ফেরত দেয়া হয়েছে। গতকাল সোমবার  চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এসব মোবাইল ফোন ও অর্থ ভুক্তভোগীদের মাঝে হস্তান্তর করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন,“প্রযুক্তির অপব্যবহার করে যারা সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিচ্ছে, তাদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি নাগরিকের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, “ভুক্তভোগীরা যেন পুলিশের ওপর আস্থা রাখতে পারেন, সে পরিবেশ তৈরি করাই আমাদের দায়িত্ব। পুলিশের প্রতিটি সদস্য যদি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে, তবে যেকোনো ধরণের অপরাধ দমন সম্ভব।”

সাইবার ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় বিভিন্ন সময় চুরি বা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩২টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ, রকেট)-এর মাধ্যমে প্রতারণার শিকার ভুক্তভোগীদের থেকে নেওয়া ১ লাখ ৭১ হাজার উদ্ধার করা হয়েছে। অনুষ্ঠান শেষে হারিয়ে যাওয়া ব্যক্তিদের মোবাইল ফোন ও নগদ টাকা পুলিশ সুপারের কাছ থেকে গ্রহন করেন। প্রকৃত মালিকেরা মোবাইল ফোন ও টাকা পেয়ে পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ  মোহাম্মদ আনিসুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মশিয়ার রহমানসহ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *