আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর মাসিক রুকন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে দলীয় কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং চুয়াডাঙ্গা-১ আসনে মনোনীত প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসেন টিপু।
সভায় প্রধান অতিথি রুকনদের গত মাসের ব্যক্তিগত রিপোর্ট পর্যালোচনা করে বলেন, আত্মশুদ্ধি ও জ্ঞানে উৎকর্ষ অর্জনের লক্ষ্যে কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে। তিনি জানান, আগামী মাসে রুকনদের ব্যক্তিগত অর্ধ-বার্ষিক পরিকল্পনা এবং জনশক্তি বৃদ্ধির অগ্রগতি পর্যালোচনা করা হবে। সভাটি পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মুহা. মামুন রেজা। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, সহকারী সেক্রেটারি বিলাল হোসাইন, যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিকুল ইসলামসহ উপজেলা শাখার অধিকাংশ রুকন।
অপর দিকে, বেলগাছি ইউনিয়নে জাতীয় “চলো চলো ঢাকা চলো” সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বেলগাছি ইউনিয়ন পরিষদের সভাপতি আমান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী আলমডাঙ্গ উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার। এছাড়া ইউনিয়নের সেক্রেটারি মাওলানা শওকত আলী এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এবং কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করা হয়।