জীবননগর অফিস
চুয়াডাঙ্গার জীবননগরে নাম ভাঙিয়ে মাদক ও টাকা দাবির প্রতিবাদ করার যুবদল নেতা গাজী জাহিদ ও তার বাবা নুর ইসলাম গাজীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকাল ১০টার দিকে জীবননগরের নারায়ণপুর মোড়ে গাজী জাহিদের জাহিন এন্টারপ্রাইজে এই হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা যুবদল নেতা গাজী জাহিদের নাম ভাঙিয়ে সম্প্রতি ৪ নম্বর ওয়ার্ডের কিরণ ও লক্ষ্মীপুরের উজীরের কাছে সামিউল ওরফে মান্টু মাদক ও চাঁদা দাবি করেন। বিষয়টি জানতে পেরে আজ সোমবার বেলা ১০টার দিকে মান্টুকে ডাকেন গাজী জাহিদ। এসময় মান্টু চাঁদা ও মাদক চাওয়ার কথা স্বীকার করেন। এসময় মান্টুকে দুটো থাপ্পড় দিলে সে পালিয়ে যায়।
এ ঘটনার কিছু সময় পর সামিউল ওরফে মান্টু ও তার ভাই আলামিনসহ আরও ৭-৮ জন গাজী জাহিদের ব্যবসা প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র নিয়ে এসে জাহিদের ওপর হামলা চালান। এ সময় নিজের ছেলেকে বাঁচাতে আসলে জাহিদের বাবা নুর ইসলাম গাজীর ওপর হামলা করেন তারা। পরে খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ এসে জাহিদ ও তার বাবাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
এ বিষয়ে জানতে সামিউলকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, খবর পাওয়ার পরপরই থানা-পুলিশের একটি দলকে পাঠানো হয়। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।