মহেশপুর ও জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে, ভারতে যাওয়ার সময় ৫ বাংলাদেশী আটক, মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার

মহেশপুর ও জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৫ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত দুই দিনে বিজিবি পৃতক ৩টি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এরা দালালের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলো। এছাড়াও আরো দুটি অভিযান চালিয়ে ভারতীয় ১০১ বোতল মদ উদ্ধার করে। তবে কোন আসামীকে আটক করতে পারেনি।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে জীববনগর নিমতলা বিওপি’র সীমান্ত পিলার-৭৪/এমপি হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংনগর গ্রাম হতে হাবিলদার মোঃ আকরাম হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই সময়ে জীবননগর গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৮/৪-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনা মিয়া এর আম বাগানের মধ্যে হতে নায়েক মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৫৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

অপরদিকে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৩-আর হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের বটতলা মোড় হতে নায়েক মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টা করলে  ২ জনকে আটক করা হয়। তারা হলেন যশোর জেলার মনিরামপুর থানার অধির কুমার মন্ডলের ছেলে সমীর মন্ডল (৪০) ও যশোর সদরের দহিতলা গ্রামের বদিয়ার রহমানের ছেলে  মোঃ মোস্তফা হোসেন (২৪)। এদিকে সোমবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীনাথপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালদারপাড়া গ্রামের রহিম মিয়ার মেহগনি বাগানের মধ্যে হতে নায়েব সুবেদার মোঃ আব্দুস সালাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করা হয়।  অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময়  ২ জনকে আটক করা হয়। তারা হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর থানার শ্যামকুড় গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোঃ আব্দুল হাকিম (৩৯) ও  শামছদ্দীন গাজীর ছেলে মোঃ আখের আলী গাজী (৪৩)।

এছাড়া গতকাল সকাল ৮টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪১-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের মসজিদের সামনে হতে নায়েক মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টার সময় ১ জনকে আটক করা হয়। তিনি হলেন ফরিদপুর জেলার গোয়ালচামট গ্রামের বাবুল চন্দ্র মন্ডলের ছেলে  শ্রী চন্দন মন্ডল (২২)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *