স্বপ্ন সোপান সংগঠনের পক্ষ থেকে মাঠে টিউবওয়েল প্রদান

তিতুদহ প্রতিনিধি

সুন্নাতি চেতনায় মোরা কুসুমিত তরুণদল’ স্লোগানধারী ‘স্বপ্ন সোপান’ সংগঠন দ্বীর্ঘ দিন ধরে তিতুদহ ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত সোমবার দূরবর্তী মাঠে কাজ করা কৃষকদের পানির দুর্ভোগের কথা বিবেচনা করে বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ সংলগ্ন মাঠে একটি টিউবওয়েল স্থাপন করে। প্রাথমিকভাবে বড়শলুয়া গ্রামের মৃত আকছেদ আলীর মৃত্যুপূর্ব ইচ্ছাপূরণে এবং তার জন্য সদকায়ে জারিয়ার আশায় তার পরিবার এই উদ্দ্যোগ নেন। পরবর্তীতে তাদের সার্বিক সহায়তায় স্বপ্ন সোপান সংগঠন এই উদ্যোগটি বাস্তবায়নের সীদ্ধান্ত নেয়। মৃত ব্যক্তির উদ্দেশ্য করা সকল কুসংস্কার এবং বিদআত বন্ধ করে সুন্দর, সুস্থ, সুন্নাতি পদ্ধতিতে মৃত ব্যক্তির জন্য সওয়াব চালু রাখার উদ্দেশ্যই এই প্রজেক্টটি সম্পন্ন করা হয়।

গতকাল মঙ্গরবার সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিদের উপস্থিতিতে টিউবওয়েলটি উদ্ভোদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী কনক রেজা অংকন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রজেক্ট ডিরেক্টর নাজমুল হোসেন, তানসির আহমেদ, সোহেল আহমেদ, ইব্রাহিম হোসেন, মুস্তাফিজুর রহমান, পলাশ, ফয়সালসহ সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *