স্টাফ রিপোর্টার
মাদক সেবনের দায়ে চুয়াডাঙ্গায় ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সারা দিনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে উপরোক্ত ৩ জনকে জেল ও জরিমান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের পরিদর্শক শাহ-জালাল খান, উপপরিদর্শক কবির উদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত রেইডিং টিম চুয়াডাঙ্গা সদর থানাধীন বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৩ জনকে মাদক সেবনের সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আসামি মিলনকে তিন মাসের কারাদণ্ড, সুরুজ আলীকে সাত দিনের ও হামিদুলকে সাত দিনের কারাদণ্ড এবং প্রত্যেককে পঞ্চাশ টাকা করে অর্থদন্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদরের সহকারী কমিশনার ভূমি এস এম আশিস মোমতাজ। এদিকে আসামী মিলন (৪২) চুয়াডাঙ্গা সদরের আলোকদিয়া গ্রামের বুরহান মন্সি ছেলে। আসামী সুরুজ আলী (৩৮) সদরের হাতিকাটা গ্রামের হেকমত আলীর ছেলে ও হামিদুল (৪২) পৌর এলাকার তালতালার মোহাম্মদ আলীর ছেলে।