স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় জাতীয় শুদ্ধচার কৌশল কর্ম-পরিকল্পনার ২০২৪-২৫ আওতায় সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা তথ্য অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল। তিনি বলেন, আমাদের সোনার বাংলা গড়ার যে প্রত্যয় রয়েছে সেটিকে বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নেয়া হয়েছে অনেক আগে থেকেই। মূলত ২০১২ সাল থেকে এ পরিকল্পনার আওতায় বাস্তবায়ন করে আসছে। জাতীয় শুদ্ধচার কৌশল কর্ম-পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো প্রত্যেকটি দপ্তরের অফিসিয়াল ও ব্যক্তিগত নৈতিকতাটা নিশ্চিত করা। এছাড়া অফিসিয়াল যে কাজগুলো আছে সেগুলো স্বচ্ছতা এবং জনপ্রিয়তা বৃদ্ধি পায়। আমাদের যে আর্থিক বিষয়গুলো থাকে সেগুলো স্বচ্ছতার সাথে করা ও সেবাগ্রহীতা যাতে কোনোরকম হয়রানির শিকার না হয় সে বিষয় গুরুত্ব দেয়া। এটির সাথে সেবা প্রদান প্রতিশ্রুতিও ওতপ্রোতভাবে জড়িত। সহজভাবে সেবাগ্রহীতাদের সেবা দেয়াটা যাতে আরও গুরুত্বসহকারে কীভাবে দ্রুত বাস্তবায়ন করা যায় সেটিই মূল উদ্দেশ্য। সকলে সহযোগিতা ও আমাদের প্রচেষ্টায় আমরা কাজগুলো আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় চুয়াডাঙ্গা তথ্য অফিসের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহজালাল খান, নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সজীব পাল, পরিবার পরিকল্পনার ইউএফপিও মোস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসের সহ-পরিদর্শক আনোয়ার হোসেন, তথ্য অফিসের উচ্চমান সহকারী আব্দুর রাজ্জাক, অফিস সহকারী পারভীন সুলতানা, সাইন অপারেটর আক্তারুল ইসলাম, ঘোষক মেহেদী হাসান, পিএই অপারেটর মাসুদ করিম, মটর চালক শহিদুল ইসলাম, এপিএই অপারেটর শাকিল উদ্দীন, রাসেল আলী ও অফিস সহায়ক মিকাইল হুসাইন।
চুয়াডাঙ্গা তথ্য অফিসের আয়োজনে জাতীয় শুদ্ধচার কৌশল কর্ম-পরিকল্পনার সভা অনুষ্ঠিত
