মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার একটি টিম মুজিবনগর উপজেলার রশিকপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
জানা গেছে, রশিকপুর থেকে রতনপুরগামী পাকা রাস্তার রশিকপুর ব্রিজের ওপর একটি সাদা রঙের পুরাতন ঞঙণঙঞঅ ঋ চজঊগওঙ প্রাইভেটকার তল্লাশি করে ওই গাড়ি থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলো, মুন্সিগঞ্জ জেলার দক্ষিণ মেদিনীমণ্ডল গ্রামের জালাল মোল্লার ছেলে বারেক (৩৩) ও নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার চনপাড়া গ্রামের শাহ আলমের ছেলে দিলু ওরফে দেলোয়ার (৪০)। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মেহেরপুরে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক
