চুয়াডাঙ্গা পৌর এলাকায় হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রম শুরু, উদ্বোধনী দিনে ব্যাপক সাড়া

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌর এলাকার ২ ও ৮ নং ওয়ার্ডে হোল্ডিং ট্যাক্স আদায়ে গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া মিলেছে। গতকাল বুধবার পৌরসভার পক্ষ থেকে কর আদায়কারীরা ওয়ার্ড পর্যায়ে গেলে ১০৩ জন করদাতা ৮৪ হাজার টাকা পরিশোধ করেছেন। করদাতাদের মধ্যে হোল্ডিং ট্যাক্স প্রদানে আগ্রহ দেখে খুশি পৌর কর্তৃপক্ষ।
চুয়াডাঙ্গর অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) ও পৌরসভার প্রশাসক শারমিন আক্তার জানান, পৌর হোল্ডিং ট্যাক্স মালিকদের কাছে পৌরসভার পাওনা রয়েছে ২ কোটি ৮৬ লাখ ৫৫ হাজার টাকা। ইতিমধ্যে টাকা পরিশোধে নোটিশ পাঠানো হয়েছে। তারপরও যারা নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করেননি, সেই এলাকায় কর আদায়কারীরা উপস্থিত হয়ে ট্যাক্স আদায় কার্যক্রম পরিচালনা করছেন। পৌরবাসী এ বিষয়ে আদায়কারীদের সহযোগিতা করবেন।
চুয়াডাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডে ২২ থেকে ২৫ জুন পর্যন্ত , ২নং ওয়ার্ডে ১৮ জুন থেকে ২৪ জুন পর্যন্ত, ৮নং ওয়ার্ডে ১৮ জুন থেকে ২৪ জুন পর্যন্ত , ৫ নং ওয়ার্ডে ২৫ থেকে ৩০ জুন পর্যন্ত , ৬ নং ওয়ার্ড ২৫ থেকে ৩০ জুন পর্যন্ত, ৭নং ওয়ার্ডে ২৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত হোল্ডিং ট্যাক্স এলাকায় গিয়ে আদায় করা হবে। এছাড়া ৩, ৪ ও ৯নং ওয়ার্ডের গ্রাহকরা ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবেন।
চুয়াডাঙ্গা পৌরসভায় হোল্ডিং সংখ্যা ১৮ হাজার ৬৭৬ টি। পৌরসভার সর্বমোট দাবি ৭ কোটি ৪৫ লাখ ১৪ হাজার ৮৬২ টাকা। হাল দাবি ৬ কোটি ১৭ লাখ ৪৭ হাজার ৪৪৭ টাকা। বকেয়া দাবি ১ কোটি ২৭ লাখ ৬৭ হাজার ৪১৫ টাকা। ২০২৫ সালের মে মাস পর্যন্ত ট্যাক্স আদায় হয়েছে মোট ৪ কোটি ৫৮ লাখ ৬৯ হাজার ৬৬৩ টাকা। এরমধ্যে বকেয়া আদায় ৭০ লাখ ৮০ হাজার ৩০৬ টাকা এবং হাল আদায় ৩ কোটি ৮৭ লাখ ৮৯ হাজার ৩৫৭ টাকা। আদায়কৃত হোল্ডিং সংখ্যা ১০ হাজার ৮৬৫ টি। নোটিশ প্রদানের সংখ্যা ৩২৮ টি এবং পাওনা রয়েছে ৫৯ লাখ ৩৩ হাজার ২৮ টাকা। এজন্য, সরকারি ও বেসরকারি পর্যায়ে হোল্ডিং ট্যাক্স আদায়ে মাঠে নেমেছে পৌরসভা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *