জীবননগর অফিস
জীবননগরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় সবজি চাষে উৎসাহিত করতে সবজি চাষের উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জীবননগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৫১টি পরিবারের মাঝে সবজি বাগান তৈরির এই উপকরণ বিতরণ করা হয়। অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় সারাবছর সবজি চাষের করার জন্য প্রতিটি পরিবারে ২১ জাতের সবজি বীজ, ৬টি করে ফলের চারা, ১টি বীজ সংরক্ষণ পাত্র, ১.৫ শতক জমি ঘেরার জন্য নেট, সুতোলী, ১টি করে ঝাঝরি সহ জৈব ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন। তিনি বলেন, প্রান্তিক পর্যায়ের কৃষকদের বসতবাড়ির আঙ্গিনা সহ প্রতিটি পতিত জমিতে সবজি ও ফলমূল চাষের ব্যবস্থা করতে হবে। এতে করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পারিবারিক স্বচ্ছলতা ও দৈনন্দিন পুষ্টি চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রকল্প হতে কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হয়েছে। সবজি চাষের উপকরণ বিতরণ অনুষ্ঠানে জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও প্রান্তিক পর্যায়ের চাষিরা উপস্থিত ছিলেন।