দর্শনা অফিস
দর্শনায় ২দিন ব্যাপী ৬টি সুগার মিলের ২০২৪-২০২৫ মাড়াই মৌসুমের কারখানার কার্যক্রমের উপর মুল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপেরোশন এর আয়োজনে এবং দর্শনা কেরু এ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেড এর বাস্তবায়নে ১২ ও ১৩ মে ২দিন ব্যাপী এ ৬টি সুগার মিলের মুল্যায়ন সভা দর্শনা কেরুজ ট্রেনিং কমপ্লেক্স ভবনে শুরু হয়েছে। অংশ গ্রহণকৃত সুগার মিলের মধ্যে রয়েছে দর্শনা কেরু এ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেড, নাটোর সুগার মিলস্ লিমিটেড, ফরিদপুর সুগার মিলস্ লিমিটেড, নর্থবেঙ্গল সুগার মিলস্ লিমিটেড, মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেড ও সংযুক্ত রেণউইক যজ্ঞেশ^র কোম্পানি (বিডি) লিমিটেড।
দর্শনা কেরু এ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো: রাব্বিক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মুল্যায়ন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপেরোশন এর চেয়ারম্যান লিপিকা ভদ্র। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপেরোশনের পরিচালক (উৎপাদন প্রকৌশল) সাঈদ উর-রহমান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান প্রকৌশলী মাহমুদুল হক ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপেরোশন এর প্রধান রসায়নবিদ আনিসুল আজম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন- কেরু এ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেড এর মহা-ব্যবস্থাপক কারখানার সুমন কুমার সাহা ও কৃষি মহা-ব ব্যবস্থাপক আশরাফুল আলম ভুঁইয়াসহ ৬টি সুগার মিলিরে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। গতকাল ও আজ মঙ্গলবার ২দিন ব্যাপী চলমান মুল্যায়ন সভায় সুগার মিলের বিগত ২০২৪ ও ২০২৫ আখ মাড়াই মৌসুমের বিভিন্ন ত্রুতি-বিচ্যুতি, ভুল-ভ্রান্তি, লাভ লোকশান এর মুল্যায়ন এবং সামনের দিনে কিভাবে মিলগুলোকে উৎপাদন বৃদ্ধি করে লাভজনক অব¯’ায় নিয়ে যাওয়া যায় এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।