দর্শনার ৫নং ওয়ার্ডে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

দর্শনা অফিস

দর্শনা পৌরসভার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় ৫নং ওয়ার্ডের পরানপুর এলাকায় কবরস্থানের তিন রাস্তার মোড় থেকে রাজ্জাক শেখের বাড়ি পর্যন্ত ২৭৫ মিটার দীর্ঘ আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন দর্শনা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে তাসফিকুর রহমান বলেন, উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে নাগরিকদের মৌলিক সমস্যা সমাধানের পাশাপাশি শহরের পরিকাঠামো আরও শক্তিশালী হচ্ছে। করোনা পরবর্তী সময়ে বিশ্বব্যাংকের সহায়তায় নেওয়া এ প্রকল্প নাগরিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখরছে। নির্মাণকাজের গুণগতমান রক্ষা করে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে হবে এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। নগরবাসীর করের অর্থ যেন যথাযথভাবে কাজে লাগে, সে বিষয়টি নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। এই প্রকল্প তারই একটি উদাহরণ। পৌরসভার উন্নয়ন কাজ তদারকিতে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করছি। যেকোনো অনিয়মের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।

এসময় উপস্থিত ছিলেন- দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, দর্শনা পৌরসভার সহকারী প্রকৌশলী সাজেদুল আলম, বিএনপি সমন্বয় কমিটির সদস্য নাহারুল ইসলাম মাস্টার, সাংবাদিক শরীফ উদ্দীন, এনামুল হক শাহ মুকুল, ইকবাল হোসেন, দর্শনা পৌরসভার সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম মুকুল, পৌরসভার কার্য সহকারী হারুন অর-রশিদসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় তারা বলেন, ড্রেন নির্মাণ সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ কমবে বলে আশা প্রকাশ করেন।

জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে বিশ্বব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার বিভাগের এলজিইডির তত্ত্বাবধানে ‘কোভিড-১৯ রেসপন্স ও রিকভারি প্রকল্প’ (এলজিসিআরআরপি)-এর আওতায় এই ড্রেন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে দর্শনা পৌরসভা। এতে ব্যয় ধরা হয়েছে ৯৬ লাখ ৮৭ হাজার ৯০০ টাকা। নির্মাণ কাজটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে এস.ই.এমএমসি জেভি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *