স্টাফ রির্পোটার: মহেশপুর সীমান্তে পৃথক তিনটি অভিযানে অবৈধপথে ভারত যাবার সময় ১০ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে। এছাড়া মাটিলা বিওপি এলাকার ৫২নং মেইন পিলারের কাছ থেকে আসামীবিহীন ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ৫৮ বিজিবির সহকারি পরিচালক সাইফুল ইসলাম জানান, শুক্রবার সকাল পোনে ৭টার দিকে বাঘাডাংগা বিওপি’র বাঘাডাংগা প্রাইমারি স্কুলের সামনে কাঞ্চনপুর ব্রিজের পাশে ভুট্টা ক্ষেতের মধ্যে অভিযান চালানো হয়। হাবিলদার ফেরদৌস আলীর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশী ৬জন নারী পুরুষকে আটক করা হয়।এদিকে ভোর সাড়ে ৫টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/৯৮-আর হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোসালপুর গ্রামের ভুট্টা ক্ষেত হতে বাংলাদেশী ৩জন নারীকে আটক করা হয়।অপরদিকে বেলা ৩টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৪-আর হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের রফিকুল ইসলামের গোলাপ বাগানের সামনে বিজিবি সদস্যরা অবস্থান নেয়। এ সময় হাবিলদার মিজানুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহলদল অনিক সরকার নামে এক বাংলাদেশী নাগরিককে আটক করে। তার বাড়ি মাগুরা জেলার শালিখা থানায়। আটককৃতদে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
