ভলান্টিয়ার ফর বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখা’ ব্যতিক্রম উদ্যোগ একটি প্লাস্টিক দিন বৃক্ষ উপহার নিন’

স্টাফ রিপোর্টার: ‘একটি প্লাস্টিক দিন, বৃক্ষ উপহান নিন’ এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় প্লাস্টিকের পুরোনো বোতল জমা দিলে তার বিনিময়ে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করছে ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখা’।

            গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা শহিদ হাসান চত্বরে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় প্লাস্টিকের খালি বোতল জমা দিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা নেন স্থানীয়রা।

            পরিবেশের ভারসাম্য রক্ষা, পাখিদের নিরাপদ আশ্রয়স্থল সৃষ্টির লক্ষ্যে এ কার্যক্রম চালায় সংগঠনটি। এছাড়া সাধারণ জনগণের মাঝে বৃক্ষরোপণের উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা করেন সংগঠনটির কর্মীরা।

            উদ্যোক্তারা বলেন, প্লাস্টিকের বোতল জমির উর্বরতা নষ্ট করে। মাটির নিচে চাপা পড়লে সেখানে গাছের শিকড় বিস্তার হতে দেয় না। বোতলের কারণে ড্রেন বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এজন্য আমরা এই প্লাস্টিকের বোতল সংগ্রহ করছি।

            সেই সঙ্গে যারা এই প্লাস্টিকের বোতল দিচ্ছে তাদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে গাছের চারা বিতরণ করছি। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। এর ফলে জনসচেতনতা সৃষ্টি হবে মানুষ আর যেখানে সেখানে প্লাস্টিকের খালি বোতল ফেলবে না এবং গাছের চারা রোপণে উৎসাহী হবে।

            এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনটির সভাপতি ফাহিম উদ্দিন মভিন, কোষাধ্যক্ষ আকাশ, প্রজেক্ট অফিসার মাহিনসহ অন্য সদস্যরা কার্যক্রমে সহযোগিতা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *