স্টাফ রিপোর্টার
জীবননগরে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে ইউন সিরেক্স সিরাপ ও মদ উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক জানান, গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে জীবননগর উপজেলা উথলী বিওপি’র সীমান্ত পিলার-৭১/০২-এস এর নিকট সন্তোষপুর গ্রামে হাবিলদার মোঃ ইছাব্বর আলী-এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৯ বোতল ভারতীয় মাদক (রিহ পবৎবী) সিরাপ উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল শুক্রবার ভোর রাত ৪ টার দিকে জীবননগর বেনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬২/২-এস এর কাছে বেনীপুর গ্রামে হাবিলদার মোঃ শাহীন মোল্লা এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আসামীবিহীন ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
জীবননগরে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার



