সাংবাদিক হত্যা নির্যাতনসহ পত্রিকা অফিসে হামলার ঘটনায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক প্রথম আলো ও দি ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, সাংবাদিকদের হেনস্থা, হত্যা ও নির্যাতনের ঘটনায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দেশের বিভাগীয় ও জেলা-উপজেলায় সাংবাদিকদের কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। গতকাল শুক্রবার রাত ৮ টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব হল রুমে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার, আইনের আওতায় আনা ও দ্রুত বিচারকার্য শেষ করার দাবি জানানো হয়। নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবিরকে হেনস্তার ঘটনায়ও নিন্দা জানানো হয়। চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি রাজীব হাসান কচি।
সভায় বক্তারা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা একজন সাহসী যোদ্ধাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যা গণতান্ত্রিক আন্দোলন ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
প্রতিবাদ সভায় প্রথম আলো ও দি ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর এ ধরনের হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এসব ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদ জানানো হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
সভা থেকে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কার্যকর ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন বক্তারা।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, এনটিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি জামান আখতার, সময় টিভির রিপোর্টার মাহফুজ মামুন, নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি হুসাইন মালিক, স্টার নিউজ টেলিভিশনের জেলা প্রতিনিধি জহির রায়হান সোহাগ ও জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি সামসুজ্জোহা রানা প্রমুখ।
সভা শেষে শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *