স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৫৯৮তম পর্ব অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার বিকেল সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের শহীদ আলাউল হলে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ।
সাধারণ সম্পাদক শেখ সেলিমের সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন আব্বাস উদ্দিন, লতিফা রহমান বনলতা, ফুয়াদ আল মুকতাদির, মর্জিনা খাতুন, খালেকুজ্জামান, গুরু কাজল মল্লিক, জি এম জোয়ার্দার, জামাল উদ্দীন, মো: আবু নাসিফ খলিল, ইকবাল আতাহার তাজ, অ্যাড. বজুলুর রহমান।
পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন ইকবাল আতাহার তাজ, শেখ সেলিম, আবু নাসিফ খলিল, জি এম জোয়ার্দার। আসরে উপস্থিত ছিলেন মো: লিয়াকত আলী। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৫৯৮তম পর্বের সমাপ্তি ঘটে।
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে সাপ্তাহিক পদধ্বনি অনুষ্ঠিত



