জেহালা ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা আটক

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা ও বিএনপির পদযাত্রায় হামলার মামলার আসামি জেহালা ইউনিয়ন যুবলীগের সাবেক নেতা সোহেল তিতুমীরকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল উপজেলার জেহালা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সোহেল তিতুমীর (৫৪) জেহালা ইউনিয়নের বাবুপাড়া গ্রামের বাসিন্দা ও সুজা উদ্দিনের ছেলে। তিনি জেহালা ইউনিয়ন যুবলীগের সাবেক নেতা।
থানা সূত্র আরও জানায়, খাদিমপুর ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় তাকে গ্রেফতার করে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, খাদিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মহাসীন আলী বাদী হয়ে ২০২৪ সালের ১০ নভেম্বর ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বেলা সাড়ে ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ইউনিয়ন পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে মহাসীন আলীসহ ৩০ থেকে ৪০ জন বিএনপি নেতাকর্মী খাদিমপুর ইউনিয়নের দিকে যাচ্ছিলেন। তারা পাঁচকমলাপুর গ্রামের হায়দার মোড়ে পৌঁছালে আওয়ামী লীগের উশৃঙ্খল নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় মারধর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলাকারীরা বিএনপি নেতাকর্মীদের পাঁচটি মোটরসাইকেল ছিনিয়ে নেয় বলেও এজাহারে উল্লেখ করা হয়।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন- বিএনপির পদযাত্রায় হামলার ঘটনায় দায়ের করা নাশকতা মামলার  আসামি হিসেবে সোহেল তিতুমীরকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *