স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। সভায় স্বাস্থ্য সেবা প্রদানকারী এনজিও সমূহের শিক্ষা কার্যক্রম সংক্রান্ত বিষয়ে বিস্তর আলোচনা করা হয়। চুয়াডাঙ্গা জেলায় আত্মহত্যা প্রবণতা কমানোর জন্য নাটিকা বা পথ নাটিকার মাধ্যমে সমাজে আত্মহত্যার কুফল সম্পর্কে অবগত করা হয় এবং বাল্যবিবাহ রোধ সংক্রান্ত সকল বিষয়াদি আলোচনা হয়।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, বাল্যবিবাহ রোধ করতে সকল এনজিও কর্মীদের গ্রাম পর্যায়ে উঠান বৈঠক করতে হবে। কর্মীরা সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখতে হবে।
আর আত্মহত্যার বিষয়ে কোন সুনির্দিষ্ট কারণ ব্যতীত আত্মহত্যার সংখ্যাই বেশি। অনেক সময় ঋণের চাপ, পারিবারিক কলহ, বাল্যবিবাহ, অভাব অনটন এবং হতাশা এই সব কিছু মিলিয়েই একজন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে মানুষ আত্মহত্যার পর বেছে নেয়। তাদেরকে মোটিভেশন এর মাধ্যমে কিভাবে আত্মহত্যার প্রবণতা কমানো যায় সে বিষয়ে সকলকে গাইড করতে হবে এবং গ্রাম পর্যায়ে মনিটরিং করতে হবে। সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম তারিক উজ জামান, সহকারী কমিশনার এস এম আব্দুর রউফ শিবলু ও বিভিন্ন এনজিও ও সংস্থার প্রতিনিধিগণ।
চুয়াডাঙ্গায় এনজিও বিষয়ক সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত



