চুয়াডাঙ্গায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি হলো তিন দিনব্যাপী বিজয় মেলা


স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় বেশ জাকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে তিন দিনব্যাপী বিজয় মেলা। মেলার বিভিন্ন রকমের স্টল ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনদিন মেলার মাঠে দর্শকের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো। বৃহস্পতিবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা মুক্তমঞ্চ মেলা প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয় এ বিজয় মেলা। অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী এ বিজয় মেলা অনুষ্ঠানটির উদ্বোধন করা হয় গত ১৬ ডিসেম্বর। এই তিন দিন বেশ জাকজমকপূর্ণভাবে উদযাপিত হয় এই বিজয় মেলা। শিল্পকলা একাডেমীসহ চুয়াডাঙ্গা সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই অংশগ্রহণ করেন এই বিজয় মেলার সংস্কৃতি অনুষ্ঠানে। এই মেলা উপভোগ করতে দর্শনার্থীতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মেলার প্রাঙ্গণ। সন্ধ্যার পর পরই সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করতে মেলার মাঠে ভিড় জমার অনেকেই। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুলের সহকারী শিক্ষিকা নুসরাত জাহান করবী।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম তারিক উজ জামান, সহকারী কমিশনার আশফাকুর রহমান, সহকারী কমিশনার এস এম আব্দুর রউফ শিবলু, সহকারী কমিশনার আবদুল্লাহ আল নাঈম এবং সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *