আলমডাঙ্গার কয়রাডাঙ্গায় পাটের গোডাউনে আগুন লেগে ক্ষতি ৫০ হাজার টাকা

স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গার কয়রাডাঙ্গায় একটি পাটের গোডাউনে আগুন লেগে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে সেমিপাকা পাটের গোডাউনে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই গোডাউন মালিকের ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
কয়রাডাঙ্গা গ্রামের ফিরোজ হোসেন ভূষিমাল ব্যবসায়ী। এ বছর সেমিপাকা একটি গোডাউনে ৪শ মন পাট কিনে রেখেছিলো। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে আকর্ষিক ওই গোডাউনে আগুন ধরে যায়। খবর দেয়া হয় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রনে চলে আসে।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওহিদুল ইসলাম বলেন, আমরা বেলা ৪টার সময় আগুন লাগার খবর পায়। ১২ সদস্যদের একটি টিম নিয়ে আমরা সোয়া ৪টার দিকে ঘটনাস্থলে পৌছায়। মাত্র ১৫মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে চলে আসে। গোডাউনের পাশে বাচ্চারা আগুন নিয়ে খেলা করছিলো, সেই ফুলকি থেকে আগুন লাগতে পারে বলে ধারনা করছি। ওই গোডাউনে প্রায় ৪শ মন পাট ছিলো। ১০/১২ মন পাট পুড়ে নষ্ট হয়েছে। আমরা সময়মত কাজ করতে পারায় ১০লাখ টাকার মাল ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *