চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র জমা

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক (২০২৬-২৭) নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়। মনোনয়নপত্র গুলো গ্রহন করেন প্রেসক্লাব নির্বাচন কমিটির আহবায়ক অ্যাড. মারুফ সারোয়ার বাবু, যুগ্ম-আহবায়ক অ্যাড.এমএম শাহজাহান মুকুল, অ্যাড. আ.স.ম. আব্দুর রউফ ও অ্যাড. আহসান আলী।
চুয়াডাঙ্গা প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নাজমুল হক স্বপন, সহ-সভাপতি পদে রফিক রহমান, সাধারণ সম্পাদক পদে শাহ আলম সনি, সহ-সাধারণ সম্পাদক পদে জহির রায়হান সোহাগ, অর্থ সম্পাদক পদে জামান আকতার, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক পদে মাহফুজ মামুন, ত্রীড়া সম্পাদক পদে খাইরুজ্জামান সেতু ও দপ্তর সম্পাদক পদে মফিজুর রহমান জোয়ার্দ্দার মনোনয়নপত্র জমা দিয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে সরদার আল আমিন, রাজীব হাসান কচি, বিপুল আশরাফ, ফাইজার চৌধুরী ও রিফাত রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে অ্যাড. রফিকুল ইসলাম, সহ-সভাপতি পদে মোঃ পলাশ উদ্দীন, সাধারণ সম্পাদক পদে হুসাইন মালিক, সহ-সাধারণ সম্পাদক পদে শামীম রেজা, অর্থ সম্পাদক পদে আলমগীর কবির শিপলু, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক পদে মশিউর রহমান, ক্রীড়া সম্পাদক পদে শামসুজ্জোহা রানা ও দপ্তর সম্পাদক পদে সনজিৎ কর্মকার মনোনয়নপত্র জমা দিয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে মিজানুল হক, খাইরুল ইসলাম, আজাদ হোসেন, এফ. এ আলমগীর ও আশরাফুল আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের আহবায়ক অ্যাড. মারুফ সারোয়ার বাবু বলেন, আজ শুক্রবার মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২০ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহরের শেষদিন রয়েছে। চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ ২১ ডিসেম্বর। আগামী ২৭ ডিসেম্বর নির্বাচনের দিন রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *