স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু’র পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে রির্টার্নিং অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান। অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মশিউর রহমানের কাছ মনোনয়নপত্রটি গ্রহন করেন বিএনপি নেতারা।
এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট ও সীমান্ত ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহজাহান আলীসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র উত্তোলনের সময় দর্শনা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত বলেন, জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসন থেকে মাহমুদ হাসান খান বাবু’র পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারী সংসদ নির্বাচনে বিজয়ী হবো বলে আশা করছি।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত একমাত্র প্রার্থী হিসেবে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলনের তথ্য নথিভুক্ত হয়েছে। এই মনোনয়ন ফরম জমাদান ও উত্তোলন চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত।
এ বিষয়ে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মশিউর রহমান জানান, চুয়াডাঙ্গা-২ আসনে আজ পর্যন্ত একজন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে অন্যান্য প্রার্থীরাও মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। এখন পর্যন্ত মাত্র একজন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। তবে হাতে যেহেতু এখনো সময় আছে সামনে এর কার্যক্রম আরো বাড়বে।
চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু’র পক্ষে মনোনয়নপত্র উত্তোলন



