চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ( টিটিসির) অধ্যক্ষ মোছাব্বেরুজ্জামান। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম তারিক উজ জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক আব্দুল হালিম।
সভায় বক্তারা বলেন, প্রবাসীরা হলেন রেমিটেন্স যোদ্ধা। দেশের মোট জিডিপির একটি বড় অংশ রেমিটেন্স থেকে আয় হয়। তাই প্রবাসীদের যথাযোগ্য মর্যাদা দেওয়া উচিত। বর্হিবিশ্বে প্রবাসীরা আমাদের দেশের প্রতিনিধিত্ব করেন। তাই বিদেশে যাওয়ার ক্ষেত্রে সকল প্রবাসীদের দক্ষ হয়ে যেতে হবে। দক্ষ প্রবাসী বিদেশে আমাদের বাংলাদেশের নাম অক্ষুন্ন রাখবে।
এসময় সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম. তারিক উজ-জামান বলেন,  প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। নিরাপদ ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে গেলে প্রবাসীরা যেমন নিজেদের জীবনমান উন্নত করতে পারবেন। তেমনি দেশও উপকৃত হবে রেমিট্যান্সের মাধ্যমে। আমরা চাই আমার দেশের যুবকেরা দক্ষ হয়ে বিদেশে যাক। দক্ষতা অর্জনের ফলে প্রবাসে বাংলাদেশের সুনাম ধরে রাখতে পারবে প্রবাসীরা।
সভায় আরো বক্তব্য রাখেন কোরিয়া ফেরত প্রবাসী ফেরত তাজিয়া রহমান, ওয়ারিয়র্স অফ জুলাইয়ের সিনিয়র যুগ্ম আহবায়ক হাসনা জাহান খুশবু ও রনি ইসলাম। পরে দিবসটি উপলক্ষে দিনব্যাপি প্রবাসী মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ৭ টি স্টল প্রদর্শন করা হয়েছে। এর আগে চুয়াডাঙ্গা রেমিট্যান্স যোদ্ধাদের মাঝে সন্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা জেলা শাখার ম্যানেজার জাহাঙ্গীর আলম ও বিদেশ ফেরত প্রবাসীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *