মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যাওয়ার সময় ৪ জন আটক

যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার
স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যাওয়ার সময় ৪ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিজিবি পৃৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এছাড়াও আরো একটি অভিযানে যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গত বুধবার রাত ৯টার দিকে লড়াইঘাট বিওপি’র সীমান্ত পিলার-৬০/১৩৭-আর এর নিকট লড়াইঘাট গ্রামে সুবেদার মোঃ আলী হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৮০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৫-আর এর কাছে  খোশালপুর গ্রামের হাবিলদার মোঃ তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এ সময়  অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৩ জনকে আটক করা হয়। এর মধ্যে পুরুষ ১ জন, নারী ১ জন  ও শিশু ১ জন। অপরদিকে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে শ্রীনাথপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১৫৩-আর এর নিকট শ্রীনাথপুর মাঠপাড়ায়  হাবিলদার মোঃ হেলাল উদ্দিন এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টকালে ১ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *