দর্শনা পৌরসভার প্রশাসক কে. এইচ. তাসফিকুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা

আব্দুর রহমান অনিক, দর্শনা

দর্শনা পৌরসভার উদ্যোগে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) কে. এইচ. তাসফিকুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ ডিসেম্বর জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নড়াইল সদর উপজেলায় বদলি করা হয়। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় দর্শনা পৌরসভার সম্মেলন কক্ষে পৌর পরিষদ ও কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী প্রশাসককে সম্মাননা স্মারক উপহার প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ (উপজেলা সমবায় অফিস), রফিকুল ইসলাম (উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর), হোসনে জাহান (উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা), ডা. তারিকুল ইসলাম (উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা), দামুড়হুদা, দর্শনা পৌরসভার সহকারী প্রকৌশলী সাজেদুল আলম, সাবেক কর নির্ধারক সরওয়ার হোসেন, প্রধান সহকারী রুহুল আমিন খান, কর্মচারী ইউনিয়নের সভাপতি আরফিন হোসেন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংবাদিক জাহিদুল ইসলাম, লাইসেন্স পরিদর্শক মমিনুল ইসলাম, আব্দুর রহমান অনিকসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা কে. এইচ. তাসফিকুর রহমানের কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, স্বল্প সময়ের মধ্যেই তিনি একজন জনবান্ধব কর্মকর্তা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি তার দপ্তরকে একটি সেবামুখী ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিয়েছেন। উন্নয়ন ও নাগরিক সেবায় তার অবদান পৌরবাসীর জন্য ছিল আশীর্বাদস্বরূপ। তার বদলিতে যে শূন্যতা সৃষ্টি হবে, তা সহজে পূরণ হওয়ার নয়।

সংশ্লিষ্ট কার্যালয় সূত্রে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে মাত্র এক বছর পাঁচ মাসে তিনি প্রায় ২০ হাজার নামজারি, ৭৫০টি মিসকেস নিষ্পত্তি, খাস জমি উদ্ধার, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ সরকারের নির্দেশনায় বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেন।

একই সঙ্গে পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নাগরিক সেবা নিশ্চিত করেন। জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদসহ সব ধরনের সেবা হয়রানিমুক্তভাবে নাগরিকদের কাছে পৌঁছে দিতে তিনি বিশেষ ভূমিকা রাখেন। তার সময়ে দর্শনা পৌরসভার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা যায়।

বিদায়ী বক্তব্যে কে. এইচ. তাসফিকুর রহমান দর্শনা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন। তিনি বলেন, দর্শনার মানুষ অত্যন্ত আন্তরিক ও অতিথিপরায়ণ। সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি, তা আজীবন স্মরণীয় হয়ে থাকবে। দায়িত্ব পালনকালে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করতে। যদি অজান্তে কারও মনে কষ্ট দিয়ে থাকি, তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *