আলমডাঙ্গায় নাশকতা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় নাশকতা মামলায় খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল গনিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশের একটি বিশেষ দল খাসকররা ইউনিয়নের খাসকররা পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার বাসিন্দা ও জামশেদের ছেলে বিল্লাল গনিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিল্লাল গনি খাদিমপুর ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি বলে নিশ্চিত করেছে পুলিশ।
আলমডাঙ্গা থানার অফিসার ইনর্চাজ (ওসি) বানী ইসরাইল জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *