জীবননগর অফিস
জীবননগরে অতিথি পাখি ও জীববৈচিত্র্য রক্ষার দাবিতে সচেতনতামূলক সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বসুন্ধরা শুভসংঘ, জীবননগর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে প্রকৃতিপ্রেমী তরুণ-তরুণী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্লাকার্ড হাতে অতিথি পাখি শিকার বন্ধ, জলাভূমি ও বনাঞ্চল সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষার দাবি জানান।
বক্তারা বলেন, শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি জীবননগরের নদী ও জলাশয়ে আশ্রয় নেয়। শীত প্রধান দেশে অতিরিক্ত শীত থেকে বেঁচে থাকার আশায় অতিথি পাখিরা হাজার হাজার পথ পাড়ি দিয়ে আমাদের এখানে আসে। বিভিন্ন খালে বিল ও জলাশয়ে এই সময় অতিথি পাখিদের বিচরণ করতে দেখা যায়। কিন্তু কিছু অসাধু লোক বিষটোপ, ফাঁদ বা কারেন্ট জাল পেতে নির্বিচারে পাখি শিকার করছে। এতে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ। অতিথি পাখিরা বীজের বিস্তরণ ও উদ্ভিদের পরাগায়ন ঘটিয়ে গাছপালা ও ফসল উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে আসছে। এরা ক্ষতিকর পোকামাকড় খেয়ে বিভিন্ন রোগবালাই থেকে কৃষকদের ফসল রক্ষা করে।
এসময় বক্তরা আরও বলেন, অতিথি পাখি ও দেশীয় প্রজাতির পাখি শিকার একটি অমানবিক কার্যকলাপ। এটি বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নিতে হবে। পাখি নিধন করা একটি শাস্তিযোগ্য অপরাধ। এটা ব্যাপকভাবে প্রচার করে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাণীবিদ্যা প্রভাষক এইচ এম শামসুজ্জামান, সুশীল ব্যক্তিত্ব আনোয়ার হোসেন, বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা জহিরুল ইসলাম, আইসিটি শিক্ষক নুর কুতুল আলম, আলোকচিত্রী টুটুল নেছার, সাংবাদিক এম আই মুকুল, হাসন নিলয় ও স্বেচ্ছাসেবক সামিউল ইসলাম অভি। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামসুল আলম এবং সঞ্চালনা করেন মামুন হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলামসহ বন বিভাগের কর্মকর্তারা।
অতিথি পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় জীবননগরে মানববন্ধন



