আলমডাঙ্গা পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা পৌরসভার আওতাধীন চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন ও তদারকি করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলা চত্বরে এসে প্রকল্পগুলোর নির্মাণমান, কাজের অগ্রগতি ও সময়ানুবর্তিতা যাচাই করেন।
পরিদর্শনকালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং নির্ধারিত নকশা ও মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। পাশাপাশি জনস্বার্থ সংশ্লিষ্ট এসব প্রকল্প দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পরিদর্শন শেষে পৌর কর্মকর্তা জানান, উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে এবং কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে করে আলমডাঙ্গা পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *