আন্দুলবাড়িয়া প্রতিনিধি
জীবননগরের আন্দুলবাড়িয়া ৯নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে চোরচক্র বিদ্যালয়ের অফিস কক্ষের ভেন্টিলেটার ভেঙে ভেতরে প্রবেশ করে একটি প্রজেক্টর, স্টিলের গামলা, বাটি, চামচ এবং পাঁচটি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম আসলাম পারভেজ গতকাল বাদী হয়ে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগপত্রে তিনি চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ২ হাজার টাকা বলে উল্লেখ করেন।
প্রধান শিক্ষক এম এম আসলাম পারভেজ জানান, ২০২২ সাল থেকে বিদ্যালয়ের নাইটগার্ড সাইদুর রহমান অনুপস্থিত থাকায় তার নিয়োগ বাতিল করা হয়েছে। বর্তমানে নাইটগার্ড না থাকায় রাতের বেলায় বিদ্যালয়টি সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় রয়েছে। এ সুযোগে অজ্ঞাত চোরচক্র নির্বিঘ্নে চুরির ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ(ওসি) সোলায়মান শেখ অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আন্দুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি



